Tutorial & Tips


 আপনার পছন্দের টিপস সমূহ পেতে লগ ইন করুনঃ

Pchelplinebd

TunerPage 
TechTune
All Web Link in ourbd
TutorialBD

Internet Speed বাড়ান আপনার পিসিতেঃ
যেভাবে করবেনঃ

) স্টার্ট মেনু থেকে Run ক্লিক করুন।
gpedit.msc
টাইপ করে এন্টার দিন।

) তারপর group policy editor ওপেন হবে. এখন,
Local Computer Policy > Computer Configuration > Administrative Templates > Network > QOS Packet Scheduler > Limit Reservable Bandwidth

) Limit Reservable bandwidth ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।
এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % গিয়ে 0 লিখে দিন।
OK
করে বের হয়ে আসুন।

 
এখন তাহলে আপনার কম্পিউটারে আর 20% স্পিড রিসার্ভ করা থাকবেনা
— With


এডমিনঃ মোঃ রেজাউল করিম (রেজা)
এই ব্লগে কিছু পোষ্ট দিলাম, .
নিজের সম্বন্ধে বলার মত তেমন কিছুই নেই । আমি কুড়িগ্রাম পলিটেকনিকের কম্পিউটার টেকনোলজির একজন ছাত্র । অনলাইন এর দুনিয়ায় আগমন ২ বছর প্রায় । কিন্তু ব্লগিং এ হাতেখড়ি কয়েকদিন আগে । তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় যতটুকু জানতে পেরেছি তা বিভিন্ন ব্লগ এবং বন্ধুদের থেকেই । তাই এক সময় মনে হল আমার নিজের যতটুকু জানা আছে তা অন্যদের সাথে শেয়ার করি । এই থেকেই মনে হল কিছু লেখি। আমার ব্লগ অথবা পোস্ট সম্বন্ধে সদুপদেশ দিলে নিজের ভুল ত্রুটি গুলো কে সংশোধন করতে পারব । পরিশেষে আমি আমার সকল বন্ধু বান্ধবী ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার কাছে আমি দোয়াপ্রার্থী।

2 comments:

 

Total Pageviews